রাজধানীর মহাখালীতে ১৩ বছর আগে চিকিৎসক নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে হত্যার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। আরও চার আসামিকে আমৃত্যু কারাদ- দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে একজনকে। গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদ-প্রাপ্ত পাঁচ আসামি হলেনÑ কামরুল হাসান, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া ও সাইদ মিজি। আমৃত্যু কারাদ- পাওয়া চার আসামি হলেনÑ আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও পেদা মাসুম। আর যাবজ্জীবন কারাদ- হয়েছে আসামি রফিকুল ইসলামের। রায় ঘোষণার পর ১০ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার নথিপত্রের তথ্য অনুযায়ী, ২০১২ সালের ২৩ আগস্ট রাজধানীর মহাখালীর নিজ বাসায় খুন হন চিকিৎসক নারায়ণ চন্দ্র। এ ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, বাসায় চুরি করার সময় বাধা দেওয়ায় খুন হন চিকিৎসক নিতাই। এ হত্যা মামলায় ১০ আসামি আদালতে জবানবন্দি দেন।
পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৩ সালের ২২ জুলাই ১০ আসামির বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষ থেকে ২৯ সাক্ষীকে হাজির করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন