জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দীর্ঘ ৩০ বছর ধরে আমরা বিএনপির সঙ্গে রাজনীতি করেছি। তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখনো বজায় আছে।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান। তবে হাসপাতালে গিয়ে জানতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে গেছেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের জামায়াতের নেতা এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম রিলিজ নিয়ে বাসায় চলে গেছেন। ডাক্তাররা জানিয়েছেন তিনি ভালো আছেন। তার সুস্থ থাকা জাতির জন্য অত্যন্ত জরুরি। আমরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাইছি। ইনশাআল্লাহ আমরা তাকে বাসায় গিয়ে দেখে আসব। দীর্ঘ ৩০ বছর ধরে আমরা বিএনপির সঙ্গে রাজনীতি করেছি। তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখনো বজায় আছে।
তিনি বলেন, কেউ বিচ্ছিন্নভাবে কিছু বললে সেটা ঠিক নয়। সবাই মিলে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আলোচনায় বসা যেতে পারে। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে নির্বাচন যেন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ তাহের আরও বলেন, আমাদের নির্বাহী বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। সনদের কিছু বিষয়ে আমাদের পর্যবেক্ষণ রয়েছে। সেগুলো নিয়ে আমরা ঐকমত্য কমিশনের সঙ্গে বসব। এরপর মতামত জানাব। কমিশনের সঙ্গে মতবিনিময়ের পর আমরা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করব। বাংলাদেশের ভবিষ্যৎ ও নির্বাচন ব্যবস্থার জন্য জুলাই চার্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত মঙ্গলবার রাতে মির্জা ফখরুলকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে তিনি গতকাল বুধবার দুপুরের দিকে হাসপাতাল ছাড়েন।