ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বিনা ভিসায় বাংলাদেশ ও পাকিস্তান  সফর করতে পারবেন কূটনৈতিক ও  সরকারি পাসপোর্টধারীরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৬:২১ এএম

বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ফলে বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন। একইভাবে পাকিস্তানের একই ধরনের পাসপোর্টধারীরা বিনা ভিসায় বাংলাদেশে আসতে পারবেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, চুক্তিটি হবে পাঁচ বছরের জন্য। ফলে যাদের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট আছে, তারা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে যারা পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট বহন করছেন, তারাও বিনা ভিসায় বাংলাদেশে সফর করতে পারবেন। এ ধরনের চুক্তি আরও ৩১টি দেশের সঙ্গে আছে বলে জানান শফিকুল আলম।

যেকোনো ক্যাডারের কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব নিয়োগ দেওয়া যাবে: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে যে দুটি বিভাগ করা হচ্ছে, সেখানে রাজস্ব নীতি বিভাগের প্রধান বা সচিব হিসেবে যেকোনো ক্যাডারের কর্মকর্তা নিয়োগ পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রেস সচিব বলেন, এনবিআর ভেঙে গঠিত দুটি বিভাগে রাজস্ব নীতি বিভাগের সচিব হিসেবে যেকোনো ক্যাডারের কর্মকর্তা নিয়োগযোগ্য হবেন। এক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।

শফিকুল আলম আরও জানান, উপদেষ্টা ফাওজুল কবির খানের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব নিয়োগের প্রক্রিয়া আগের মতোই বহাল থাকবে, বলেন প্রেস সচিব। তিনি বলেন, সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধি করতে চলতি বছরের ১২ মে জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামো পুনর্গঠনপূর্বক রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫ জারি করা হয়। প্রেস সচিব আরও বলেন, জারি করা অধ্যাদেশের কয়েকটি ধারা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য ও শিল্প ব্যবস্থাপনা পর্যালোচনা করে কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গত ২৯ জুন মন্ত্রিপরিষদ বিভাগ একটি উপদেষ্টা কমিটি গঠন করে।

কমিটির প্রধান করা হয় বিদ্যুৎ উপদেষ্টা ড. ফাওজুল কবির খানকে। কমিটির সদস্য ছিলেন অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টারা। গঠিত উপদেষ্টা কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট ক্যাডার এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন, তারা মাঠপর্যায়ে আয়কর ও কাস্টমসের কয়েকটি অফিস পরিদর্শন করেন বলেও জানান প্রেস সচিব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।