রাজধানীর সরকারি সাত কলেজকে একত্র করে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের ফল যঃঃঢ়ং://ফপঁধফসরংংরড়হ.ড়ৎম/ সাইট থেকে জানা যাবে। গতকাল মঙ্গলবার দুপুরে সেন্ট্রাল ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলে কোনো প্রকার অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আরও বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বের থেকে সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস কার্যক্রম শুরু হবে।
এর আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু হয় গত শুক্রবার। এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। পরদিন শনিবার বিজ্ঞান ইউনিটের পরীক্ষা সকাল ১১টা-১২টা পর্যন্ত এবং একই দিনে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা বিকেল ৩টা-৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিনটি ইউনিটে প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন