বাংলাদেশের সাম্যবাদী দল, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও প্রগতিশীল গণতান্ত্রিক দল নিয়ে গঠিত গণতান্ত্রিক বাম ঐক্যের যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিভিন্ন দাবিতে পদযাত্রা নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ৭১-কে মুছে দিতে ২৪ হয়নি। স্বাধীনতা সংগ্রামে ১৯৭১ সালে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের আন্দোলন করেছি। কিন্তু বৈষমের যড়যন্ত্র থেকে এখনো মুক্তি পাইনি। তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বসানো হয়েছে সুষ্ঠু নির্বাচন, জনগণের কল্যাণে নিরপেক্ষ সংস্কারের জন্য। কিন্তু তিনি সেটা না করে আমেরিকান আধিপত্য বিস্তার করছেন। তার সময়ে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। কোনো প্রতিষ্ঠানে নিয়মশৃঙ্খলা নাই। বিগত সরকারের চেয়ে খারাপ অবস্থা এখন দেশে চলছে।
এ সময় উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সভাপতি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী, সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম, কমরেড আবুল কালাম আজাদ, মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামসুল আলমসহ আরও অনেকে।
 

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন