লালমনিরহাটে রজনী কান্ত অধিকারী (৩৫) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল দুপুরে আসামির উপস্থিতিতে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রজনী কান্ত অধিকারী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের উত্তর জাওরানী এলাকার অতুল অধিকারীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ আগস্ট বিকেলে র্যাব-১৩ হাতীবান্ধা উপজেলার পূর্ব কদমা গ্রামে অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিলসহ রজনী কান্ত অধিকারীকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় রজনীর বিরুদ্ধে একটি মামলা করে র্যাব। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে গতকাল রায় ঘোষণা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন