মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:০৪ পিএম

জানালেন ঢামেক পরিচালক 

নুরের সুস্থ হতে আরও ৪-৬  সপ্তাহ সময় লাগতে পারে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:০৪ পিএম

নুরের সুস্থ হতে আরও ৪-৬  সপ্তাহ সময় লাগতে পারে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে এবং পরিবার চাইলে কয়েক দিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। গতকাল সোমবার দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে নুরুল হক নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

ঢামেক পরিচালক বলেন, নুরুল হক নুরকে গত ২৯ আগস্ট আমাদের এখানে আহত অবস্থায় নিয়ে এলে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) তাকে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আইসিইউতে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। নুরুল হক নুরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তার নাকের হাড় ভাঙার কারণে মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে। তার দুই নাকে প্যাক দেওয়া ছিল, যাতে তার রক্তপাত বন্ধ হয়ে যায়। পরে সেটি আমরা খুলে দিই। সেখান থেকে আবার রক্ত দেখা যায়। এটা মাঝেমধ্যে আসতে পাওে, যেহেতু সেখানে একটা ক্ষত রয়েছে। মাঝেমধ্যে হাঁচি বা কাশি দিলে রক্ত আসতে পারে; কিন্তু সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তার নাকের হাড় ভাঙলেও তার স্ট্রাকচার চেঞ্জ হয়নি। নুরের আরেকটি ফ্রাকচার ছিল ম্যাক্সিলাতে, সেটা ইনকমপ্লিট ফ্রাকচার না লিনিয়ার ফ্রাকচারÑ এটাও কিন্তু ডিসপ্লেস না। এটাও ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে।

নুরের আরেকটি সমস্যা ছিল চোখে। সে বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চোখের পাশে যেকোনো ধরনের আঘাত লাগলে সেখানে রক্ত জমাট বাঁধে। চোখের নিচে যে রক্ত জমাট ছিল, সেই জমাটটি আর এখন দেখা যাচ্ছে না, পুরোপুরি ঠিক হয়ে গেছে।

ঢামেক পরিচালক বলেন, যে বিষয়টি নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন ছিলাম তা হলোÑ তার মাথায় যে আঘাত সেটি নিয়ে। তার মাথায় যে আঘাত ছিল সেটি ছিল খুবই মাইনর। তিনি আইসিইউতে থাকতে আমরা একটি সিটি স্ক্যান করাই। সেখানে যে অল্প পরিমাণ রক্ত জমা ছিল, সেটি এবজর্ব হয়ে গেছে। এখন তিনি স্ট্রং আছেন এবং গ্রাজুয়ালি তার উন্নতি হচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, আজ (গতকাল) আমি দেখে এলাম; তার একটু ঠান্ডা ও সঙ্গে জ্বর রয়েছে। বর্তমানে তার একশর মতো জ্বর রয়েছে। গতকাল (রোববার) পর্যন্ত তার জ্বর ছিল না। বিশেষজ্ঞকে ডেকে তাকে দেখানো হয়েছে। এটা সিজনাল জ্বরও হতে পারে। এখন ডেঙ্গুর সিজন, ডেঙ্গুও হতে পারে। কিছু পরীক্ষা দিয়ে গেছেন, সেটি করালে জানতে পারব।

গণঅধিকার পরিষদ থেকে যে অভিযোগটি করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে নুরের শর্ট মেমোরি লস হচ্ছেÑ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের আঘাতের কারণে শর্ট মেমোরি লস হওয়ার কোনো সম্ভাবনা নেই।

নুরুল হক নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, নুরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে পারে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!