ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সাংবাদিক আইয়ুবের ওপর  হামলায় ‎‎এনডিজেএ’র নিন্দা

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:৪৬ পিএম

নরসিংদী প্রেসক্লাবের সদস্য ও নরসিংদী জেলায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা (‎‎এনডিজেএ)। গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি গ্যালমান শফি ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল সাংবাদিক আইয়ুব খান সরকারের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

আইয়ুব খান সরকার জানান, বৃহস্পতিবার সকালে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে দুই গ্রুপের মারামারিতে আহতদের খবর সংগ্রহের পর সকাল সাড়ে ১০টার দিকে সেখানে অজ্ঞাতনামা ১৫-২০ জন আমার ওপর হামলা চালায়। তারা আমার মাথায় আঘাত করে গুরুতরভাবে আহত করে।
‎‎

নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হমলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। হামলা রোধ ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে ‎আইনশৃঙ্খলা বাহিনীর আরও আন্তরিক হওয়া প্রয়োজন। আইয়ুব খান সরকারের ওপর হামলা ও মারধরের ঘটনা ন্যক্কারজনক। অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় ‎আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি