নিয়মবহির্ভূতভাবে ত্রিপক্ষীয় চুক্তির আড়ালে একই স্থাবর সম্পদের বিপরীতে দুবারে ঋণের ৬ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৮৪০ টাকা খেলাপি হওয়ার অপরাধে ম্যানট্রাস্ট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালকসহ ৯ জনের নামে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরস্পর যোগসাজশে নিয়মবহির্ভূতভাবে ত্রিপক্ষীয় চুক্তির আড়ালে একই স্থাবর সম্পদের বিপরীতে দুবার ঋণ অনুমোদন করে বিতরণ করা ঋণ ২ কোটি ৭০ লাখ টাকা বর্তমানে সুদ-আসলে ৬ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৮৪০ টাকা খেলাপি হওয়ার অপরাধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক তাদের বিরুদ্ধে দ-বিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারায় মামলাটি রুজু করার সিদ্ধান্ত হয়।
মামলার আসামিরা হলেনÑ ম্যানট্রাস্ট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রিন্সিপাল অফিসার নিয়াজ আহম্মেদ ফারুকী, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. শহীদুল ইসলাম, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজ, সাবেক পরিচালক উজ্জ্বল কুমার নন্দী, সাবেক পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সাবেক পরিচালক মো. সিদ্দিকুর রহমান।