ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ফের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১২:১৯ এএম

ভয়াবহ বায়ুদূষণের কারণে বিশে^র দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। গতকাল রোববার সকাল ১০টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ১৬০ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে উঠে আসে এই মেগাসিটি। যা ‘অস্বাস্থ্যকর’ স্তরের আওতাভুক্ত। ইতিপূর্বেও একাধিকবার বায়ুদূষণের কারণে দূষিত শহরের তালিকায় স্থান পেয়েছিল রাজধানী।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার রিয়েল-টাইম এই তথ্য প্রকাশ করে। একই সময় দূষণের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর (১৭৮), দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী দিল্লি (১৭০), তৃতীয় অবস্থানে ইতালির মিলান (১৬৭)। পঞ্চম অবস্থানে রয়েছে চীনের হ্যাংজু, যার স্কোর ১৫৯।

একিউআই বা বায়ুগুণমান সূচকে- ০-৫০: ভালো, ৫১-১০০: সহনীয়, ১০১-১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর,  ১৫১-২০০: সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর, ৩০১-এর বেশি: বিপজ্জনক।

ঢাকার স্কোর ১৬০ হওয়ায় এটি এখন সাধারণ মানুষের জন্যও শ্বাস-প্রশ্বাসজনিত ঝুঁকি তৈরি করছে। বায়ুদূষণ সব বয়সি মানুষের জন্যই ক্ষতিকর হলেও বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য তা ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দূষিত বায়ুর কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসতন্ত্রের রোগে প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়।

পরিবেশবিদদের মতে, ঢাকায় বায়ুদূষণ কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। এ জন্য নির্মাণ সাইটে ধুলা নিয়ন্ত্রণ, পুরোনো গাড়ি অপসারণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইটভাটা নিয়ন্ত্রণ, শহরে আরও বেশি সবুজায়ন ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।