ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বেরিয়ার ও গেটম্যান নিয়োগের দাবি

অরক্ষিত রেল ক্রসিংয়ে ঝুঁকি নিয়ে চলাচল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০২:০৩ এএম

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে অরক্ষিত রেল ক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। অরক্ষিত ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। আবার দায় এড়াতে ক্রসিংয়ে পাশে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়েছে রেল সংশ্লিষ্টরা। অরক্ষিত ক্রসিং দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী, শিক্ষার্থী ও ছোট-বড় যানবাহন। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। দ্রুত ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ে বেরিয়ার ও গেটম্যান নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে আধুনগর রেল ক্রসিংয়ের দেখা যায়, ‘এই গেটে কোনো গেইম্যান নেই। পথচারী ও সব প্রকার যানবাহন নিজ দায়িত্বে পারাপার করিবেন, যেকোনো দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী থাকিবে না’ এমন লেখাসংবলিত সাইনবোর্ড রয়েছে রেল ক্রসিংয়ের দুপাশে।

আবার গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন। রেলওয়ে কর্তৃপক্ষ সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে রাখলেও ট্রেন আসার আগ মুহূর্তে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে লাইন পার হচ্ছে।

তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী তাকিয়া বলেন, ‘গেটম্যান না থাকায় ট্রেন কখন আসে তা আমরা জানি না। আমাদের ভয়ে ভয়ে ক্রসিং পার হতে হয়।’

অটোচালক আব্দুল হাকিম জানান, গেটম্যান না থাকায় ট্রেন আসছে কি না, গাড়ি থামিয়ে আগে দেখতে হয়। রাতে তো ঠিকমতো দেখাও যায় না। হঠাৎ কোনো সময় যদি ট্রেন না দেখা যায়, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। এ কারণে দ্রুত এ জায়গায় গেটম্যান দেওয়ার দাবি জানাই।

স্থানীয় নিবারণ বড়ুয়া বলেন, ‘কখন ট্রেন আসে তার তেমন ঠিক-ঠিকানা নেই। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখানে দ্রুত বেরিয়ার ও গেটম্যান নিয়োগের দাবি জানান তিনি।

লোহাগাড়া রেলস্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, ‘রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা গেটম্যান নিয়োগ দেন। তারা এ বিষয়ে ভালো জানেন। তবে যেসব লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই, সেখানে সতর্কতামূলক নির্দেশনা সাইনবোর্ড দেওয়া রয়েছে। এ সময় সর্তকতার সঙ্গে রেলক্রসিং পারাপারের পরামর্শ দেন ওই কর্মকর্তা।