ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

পটুয়াখালীর ছাত্রলীগ নেতা মিরাজ ঢাকায় গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১২:২৮ এএম

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলার নেতা মো. মিরাজ খানকে (২৮) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।  গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

পুলিশ জানায়, গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসির বরাত দিয়ে ডিসি তালেবুর রহমান বলেন, শনিবার রাতে সিটি-আরঅ্যান্ডডি বিভাগের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগ নেতা ও আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ খানকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে ইনকিলাব ভবনের সামনের রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হয়। সেই মিছিলে মিরাজ খান অংশ নেন এবং মিছিলের ভিডিও রিল আকারে নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন।