ছাত্রদল নেতা সেলিম রেজা পিন্টু গুম হওয়ার পর এক যুগ পেরিয়ে গেছে। কিন্তু এখনো তার কোনো খোঁজ নেই। তার বোন রেহানা পারুল বলেন, ‘ভাই কোথায় তা তারা জানতে চান। এ বিষয়ে গুম কমিশন ও ট্রাইব্যুনাল কেন কিছু বলছে নাÑ তার উত্তর চান তিনি।’
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ‘মায়ের ডাক’ আয়োজিত এক মানববন্ধনে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার বিচার দাবিতে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলো কথা বলে। ওই মানববন্ধনে পিন্টুর বোন রেহানা পারুল এ কথা বলেন।
গুমের শিকার খালেদ হোসেনের স্ত্রী সৈয়দা শারমিন সুলতানা পরিচয় দিতে গিয়ে দ্বিধায় পড়েন। তার পরিচয় দাঁড়িয়েছে গুম খালেদের স্ত্রী হিসেবে। তিনি বলেন, ‘এক যুগ ধরে ছবি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রধান উপদেষ্টার কাছে গেলাম। গুম কমিশন হলো কিন্তু তারা আমাদের কোনো খবর দেয় না।’
সৈয়দা শারমিন সুলতানা আরও বলেন, ‘এই বিচার প্রহসনের। এসব ঘটনায় যারা জড়িত, তাদের আলাদা করে রাখা হচ্ছে। বৈষম্য থেকেই গেল।’ আদিবা ইসলামের ছোট ভাই তার বাবা পারভেজ হোসেনের মুখ দেখেনি। সে জানে না বাবা কেমন, বাবার আদর কেমন। আদিবা বলে, ‘এভাবে দাঁড়াতে দাঁড়াতে তারা ক্লান্ত। তারা বাবাকে ফেরত চায়। ফেরত দিতে না পারলে বিচার চায়, কিন্তু তাও হচ্ছে না।’
শাহরিয়ার কবির রাতুলের বাবা ও দাদাকে একসঙ্গে গুম করা হয়। রাতুল বলেন, বাবার নাম লিখতে গেলে জানেন না কী লিখবেন। বাবা মৃত না জীবিত, তাও জানেন না। কী লিখতে হবে, দেশ কি তাকে এই উত্তর দেবে? শাহরিয়ার কবির বলেন, ‘গুম কমিশন এখন পর্যন্ত অন্ধকারে রেখেছে। যারা ফিরে এসেছেন, তাদের নিয়ে তারা ব্যস্ত।’
গুমের শিকার কাজী ফরহাদের স্বজন আমানুল হক আমান বলেন, ‘স্বাধীন হওয়ার পরও তাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। তারা সংখ্যা জানতে চান না। গুম কমিশন শুধু আয়নাঘর আর যারা ফিরে এসেছেন, তাদের কথা বলছে। কিন্তু যাঁরা ফিরে আসেনি, তাদের কথা বলে না।’
মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম বলেন, ‘গুমের শিকার পরিবারগুলোর আওয়াজ আন্তর্জাতিক মহলে পৌঁছাচ্ছে, কিন্তু দেশের সরকারের কাছে যাচ্ছে না। সরকারে এখনো অপশক্তি রয়ে গেছে। সব তথ্য জানাতে এখনো বাধা দেওয়া হচ্ছে। গুম কমিশন হয়েছে, ট্রাইব্যুনাল হয়েছে। তারা গুমের মাত্র দুটি অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে।’ এই সময়ে এসে রাস্তায় বিচারের জন্য দাঁড়াতে হচ্ছে। তারা সবার খোঁজ চান।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মালেক বলেন, ‘গত ১৫ বছর কোনো ন্যায়বিচার ছিল না।’ এই পরিবারগুলো কেন এখনো ন্যায়বিচার পাচ্ছে না প্রশ্ন তোলেন তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন