চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বেলাল হোসেন (৩২)। তার বাড়ি মীরেরহাট বাজারের দক্ষিণ পাশে। জয়নাল উকিলের বাড়ির আবুল কালামের ছেলে বেলাল।
জানা গেছে, মীরেরহাট বাজারের ভেতরে দক্ষিণ পাশের পাকা মেঝেতে হত্যার শিকার বেলাল হোসেনের কম্বল মোড়ানো রক্তাক্ত দেহ পড়ে ছিল। গাছের টুকরা দিয়ে পেটানোর কারণে তার কান ছিঁড়ে যায়। পাশেই পড়ে ছিল তার ব্যবহৃত জুতা।
ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় বেলালকে মাথায় গাছের টুকরা দিয়ে জখম করে পরে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা মনে করছেন, বাজারে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু চোর-ডাকাতের অপকর্মের একমাত্র বাধা ছিল বেলাল। যার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মানসিক প্রতিবন্ধী হলেও সবাইকে চিনত বেলাল। নৈশ প্রহরীর পাশাপাশি রাতের বেলায় বাজারে ঘুরে ঘুরে চিৎকার করে বাজার পাহারা দিত বেলাল। সেই কারণে হয়তো তাকে হত্যা করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন