চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল এবং নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে ক্যাপ্টেন জরডি ক্লেন। গত বুধবার বন্দরে আগমনের পর তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ বন্দরের জাহাজের গড় অবস্থান সময় কমানোসহ সাম্প্রতিক উন্নয়ন ও বিভিন্ন সূচকে অগ্রগতির বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন।
আলোচনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশের মেরিটাইম সেক্টরে, বিশেষ করে পোর্ট ডেভেলপমেন্ট, শিপ বিল্ডিং এবং শিপ রিসাইক্লিংয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। ডিফেন্স অ্যাটাশে ক্যাপ্টেন জরডি ক্লেন বাংলাদেশের সামুদ্রিক বিষয়ে আগ্রহ তুলে ধরে ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল কোল্ড চেইন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষি খাতে বিনিয়োগ সম্ভাবনার কথাও উল্লেখ করেন। এ সময় সদস্য (হারবার অ্যান্ড মেরিন) চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মেরিটাইম শিক্ষা ও প্রশিক্ষণে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎ শেষে অতিথিদের জন্য চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। পরে প্রতিনিধিদল বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং বন্দর ব্যবস্থাপনা ও কর্মদক্ষতার প্রশংসা করেন। দুই দেশের প্রতিনিধিদের মতে, এই সফর ভবিষ্যতে বাংলাদেশ-নেদারল্যান্ডস সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন