বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০১:০৪ এএম

হিন্দি ধারাবাহিকে সন্দীপ্তা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০১:০৪ এএম

হিন্দি ধারাবাহিকে সন্দীপ্তা

ছোট ও বড় পর্দা থেকে ওটিটির জনপ্রিয় মুখ সন্দীপ্তা সেন। সময়টা বেশ ভালোই যাচ্ছে এই অভিনেত্রীর। দীর্ঘদিন বাংলা টেলিভিশনে দেখা যায়নি তাকে। শেষ ছোট পর্দায় দেখা গিয়েছিল ‘করুণাময়ী রাণী- উত্তর পর্ব’-তে, সারদামণির চরিত্রে। মন খারাপ ছিল বহু দর্শকের।

বারবার অনুগামীরা তার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছুড়ে দেন, কবে ফের ধরাবাহিকে দেখা যাবে তাকে? এবার তাদের জন্য রয়েছে সুখবর। তিনি মেগায় ফিরছেন। তবে বাংলায় নয়, এবার একেবারে মায়ানগরীর নায়িকা সন্দীপ্তা।

স্টুডিওপাড়ায় শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। এবার নাকি হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে সন্দীপ্তা সেনকে। যদিও বাংলার টেলি তারকাদের মুম্বাই পাড়ি দেওয়ার ঘটনা নতুন নয়। সিনেপাড়ায় চুটিয়ে কাজ কয়ার পর মুম্বাইতে বর্তমানে কাজ করছেন দেবচন্দ্রিমা সিংহ রায়, অদ্রিজা রায়রা। এরকম আরও বেশকিছু নাম রয়েছে। তবে সেই তালিকাতেই নবতম সংযোজন সন্দীপ্তা।

এবার স্টার প্লাসের মেগা সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সংশ্লিষ্ট মেগার প্রযোজনা করছে এসভিএফ। শুধু তাই নয়, এই প্রযোজনা সংস্থার হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিত ‘নষ্টনীড়’ সিরিজের গল্প অবলম্বনেই নাকি তৈরি হচ্ছে এই হিন্দি সিরিয়াল।

অপর্ণার দাম্পত্যে ও সাংসারিক জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে ফিরেছেন অভিনেত্রী। নারীকেন্দ্রিক এই সিরিজে বর্তমান সমাজের বহু সিনেমা তুলে ধরেছেন পরিচালক অদিতি রায়। পর্দায় অপর্ণার স্বামীর বিরুদ্ধে উঠেছে মি-টু অভিযোগ। এবার হিন্দি টেলিভিশনের পর্দায় ফুটে উঠবে সেই গল্প।

জানা গেছে, চিত্রনাট্য ইতোমধ্যেই প্রস্তুত। ১৫০ পর্বের এই হিন্দি মেগার শুটিং হবে চ-ীগড়ে। তবে দর্শকদের চাহিদা অনুযায়ী সময়কাল বাড়ানোর ইঙ্গিতও রয়েছে। ধারাবাহিকের নাম এখনো জানা যায়নি। তবে টলিপাড়ার সূত্র বলছে, সন্দীপ্তা ছাড়াও এখানে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অহম শর্মা এবং বিশাল আদিত্য সিং।
২০০৮ সালে ‘দুর্গা’ ধারাবাহিকে দুর্গা রায় চৌধুরীর চরিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সন্দীপ্তা সেন। এরপর একের পর এক মেগাতে অভিনয় করে সকলের মন জয় করেছেন। সে তালিকায় রয়েছে ‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বলে’, ‘প্রতিদান’, ‘আয় খুকু আয়’-র মতো মেগা।

এ ছাড়াও ‘মার্ডার ইন দ্য হিলস’, ‘বোধন’, ‘শিখরপুর’-র মতো সিরিজে দেখা গিয়েছে তাকে। এ ছাড়াও তার ঝুলিতে রয়েছে ‘একান্নবর্তী’ ও ‘দ্য একেন: রুদ্ধশ্বাসে রাজস্থান’র মতো সিনেমা।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!