কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ পুনরায় শিডিউলভুক্ত করার উদ্যোগে নির্বাচন কমিশনের প্রতি কড়া প্রশ্ন তুলেছেন দলটির স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?’
তিনি পোস্টে আরও লিখেন, ‘পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।’
উল্লেখ্য, নির্বাচনী প্রতীক হিসেবে ‘নৌকা’ বহু বছর ধরে আওয়ামী লীগের একচ্ছত্র প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে দেশে পাল্টে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় এই প্রতীক ব্যবহারে বিতর্ক সৃষ্টি হয়েছে।
এমন অবস্থায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নৌকা প্রতীককে পুনরায় শিডিউলভুক্ত করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।
এদিকে এ বিষয়ে নির্বাচন কমিশনের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, প্রতীক সংক্রান্ত বিষয়গুলো এখন আইনগত পর্যবেক্ষণে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন