ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন নৃত্যশিল্পী রাসেল

রঙের মানুষ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০১:০৭ এএম

২০২৩, ২৪ ও ২০২৫ টানা এই তিন বছর একই অনুষ্ঠানে ‘সেরা ড্যান্স কোরিওগ্রাফার’ সম্মাননায় ভূষিত হয়েছেন এই প্রজন্মের নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক রাসেল আহমেদ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসে ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানেই হ্যাটট্রিক করেছেন রাসেল আহমেদ। ‘ভার্গিল মিডল স্কুল’-এ আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই রাসেল আহমেদের হাতে তৃতীয়বারের মতো ‘সেরা ড্যান্স কোরিওগ্রাফার’ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাসেল আহমেদের পারফর্মেন্সও উপস্থিত সবাইকে ভীষণ মুগ্ধ করে। 

বাংলাদেশের স্বনামধন্য নৃত্যগুরু শামীম আরা নিপা ও শিবলী মুহাম্মদের কাছে নাচের হাতেখড়ি রাসেলের। এ ছাড়া তিনি নিউইয়র্কের প্রখ্যাত ব্রডওয়ে ডান্স সেন্টার এ আধুনিক কনটেমপোরারিতে নাচ শিখেছেন। দেশের গুণী নৃত্যশিল্পীদের সঙ্গে যুগল হয়ে করেছেন অসংখ্য সরকারি-বেসরকারি টেলিভিশনের নৃত্যানুষ্ঠান। তা ছাড়াও বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজের নৃত্যের শিক্ষক ছিলেন রাসেল আহমদ। 

সম্মাননাপ্রাপ্তি প্রসঙ্গে রাসেল বলেন, ‘পুরস্কার মানেই একটা বড় স্বীকৃতি। এটা অবশ্যই ভালো লাগার। দেশের বাইরে এই নিয়ে তৃতীয়বার আনন্দ মেলার এই পুরস্কারে ভূষিত হলাম। এ জন্য আনন্দ মেলার সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’