প্রিয়জন কোথায় কেমন আছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে প্রেমিক হৃদয় আকাশের শূন্যতায় রাখে চোখ, মুখোমুখি হয় চাঁদের। আর তখন হয়তো কেউ একজন তাকে মুক্তি দেয়।
এই ভাবালুতা নিয়ে ধ্রুব মিউজিক আমার গানের ঢাকার প্রতিযোগী সৌরভ অধিরাজ নিজের কথা ও সুরে গেয়েছেন ‘একলা তারা’ শিরোনামের গান।
গানটির সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
নিজের মৗলিক গান ও আগামীর পরিকল্পনা নিয়ে সৌরভ জানান, ‘মা-এর হাত ধরে গানের জগতে পথচলা সেই ছোটবেলা থেকেই। মায়ের কাছেই নিয়েছেন- ক্লাসিকাল, রবীন্দ্রসংগীত আর পল্লিগীতির তালিম। জীবনের বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন ধরনের গান নিয়ে করেছেন এক্সপেরিমেন্ট আর চর্চা। ১৫ বছরেরও বেশি সময় ধরে নীরবে চালিয়ে যাচ্ছি গান লেখা, সুর সৃষ্টি, মিউজিক কম্পোজিশন এর সাধনা। এই গানটি প্রায় ১৩ বছর আগে লিখেছিলাম। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমার ইচ্ছা আছে মিউজিক নিয়ে গ্লোবালি কিছু করার।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।