ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিটিভির আয়োজন

রঙের মানুষ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ১০:৩৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিটিভিতে প্রচারিত হবে কয়েকটি বিশেষ অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। দিনব্যাপী এ আয়োজনের সম্প্রচার শুরু হবে সকাল ১১টা থেকে। সন্ধ্যায় সংসদ ভবনের সামনে থেকে সম্প্রচারিত হবে জুলাই শহিদদের স্মরণে ড্রোন শো-এর শৈল্পিক উপস্থাপন। এ ছাড়া রাত ৯টায় মামুন মাহমুদের প্রযোজনায় প্রচারিত হবে জুলাই গণঅভ্যুত্থানের ওপর বিশেষ আলোচনা অনুষ্ঠান। ফারুক ওয়াসিফের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। রাত ১০টায় থাকছে আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় নাটক ‘রাহুগ্রাস’।

থিম সং: জলাই গণঅভ্যুত্থান নিয়ে গান লিখেছেন পতিত শেখ হাসিনার আতঙ্ক মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল (আনসারী)। স্বৈরাচার পতনের বছরপূর্তি উপলক্ষে তিনি কোরাসধর্মী এ গানটি লিখেছেন বিটিভির জন্য। এটি থিম সং হিসেবে আজ বিটিভিতে প্রচারিত হবে। আর এ থিম সংয়ের সুর ও সংগীতায়োজন করেছেন দেশের বরেণ্য সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু। জানা গেছে, ‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ শিরোনামের থিম সংটি গত ৩০ জুলাই রেকর্ডিং হয়। এতে কণ্ঠ দেন সাব্বির জামান, শাহনাজ রহমান স্বীকৃতি, মোহাম্মাদ রাশেদুদ্দিন, স্বপ্নিল রাজিব, রাবেয়া সেতু এবং তাবাসসুম প্রিয়াঙ্কা। বরেণ্য সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর সুরে ‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ শিরোনামের থিম সংটি গেয়ে উচ্ছ্বসিত কণ্ঠশিল্পীরা।