ওস্তাদ ইয়াকুব আলী খানের সুযোগ্য উত্তরসূরি এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান প্রথমবারের মতো বাবা হলেন। গত ৫ আগস্ট সন্ধ্যায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ইউসুফের স্ত্রী লাসমীর কোলজুড়ে নরমাল ডেলিভারি মাধ্যমে তাদের কন্যা পৃথিবীর আলোর মুখ দেখে। ইয়াকুব আলীর তিন সস্তানের মধ্যে ছেলে ইউসুফ ও মেয়ে নাজিফা খানই বিবাহিত। ছোট ছেলে ইমতিয়াজ এখনো পড়াশোনাতেই ব্যস্ত।
ইউসুফ ও লাসমীর ঘরে কন্যাসন্তান হওয়ায় দুই পরিবারের মাঝেই বইছে আনন্দের বন্যা। ইউসুফের স্ত্রী লাসমী ও তাদের কন্যা সুস্থ আছে বলেই জানালেন ইউসুফ। আজ কন্যাকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন ইউসুফ-লাসমী।
তারা বলেন, ‘আলহামদুলিল্লাহ। ছেলে বা মেয়ে এই নিয়ে আমাদের বিশেষ কোনো চাওয়া ছিল না। আমাদের চাওয়া ছিল একটাই, যেন আল্লাহ সুস্থ সন্তান দেন। আল্লাহ আমাদের সেই চাওয়াই পরিপূর্ণ করেছেন এবং কন্যাসন্তান হওয়ায় আমরা সবাই ভীষণ খুশি। পুরো পরিবার এখন এই খুশিতেই আছে। আজীবন যেন আমাদের কন্যাকে ঘিরে এই খুশি বহমান থাকে এবং আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন আর আমরা যেন তাকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি এই দোয়া চাই সবার কাছে।’
আপনার মতামত লিখুন :