বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১১:২৪ পিএম

কোনো আক্ষেপ নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১১:২৪ পিএম

কোনো আক্ষেপ নেই

সিনেমার গানের জন্য পারফেক্ট একটি ভয়েজ ক্লোজআপ তারকা রাশেদের। কিন্তু বিগত বহু বছরে রাশেদের কণ্ঠটাই ঠিকঠাক মতো সিনেমার গানে কাজে লাগানো হয়নি। যদি তার কণ্ঠকে ঠিকঠাক মতো কাজে লাগানো যেতো তাহলে হয়তো দেশের সিনেমার গানে আরো কিছু ভালো গান সংযোজন হতো। যদিও এ নিয়ে রাশেদের কোনো আক্ষেপ নেই। রাশেদ এক জীবনের সংগীতশিল্পী হিসেবে যা পেয়েছেন তাতেই তৃপ্ত তিনি।

চট্টগ্রামের ছেলে রাশেদ ২০০৩ সালে ‘স্টার সার্চ বেনসন অ্যান্ড হেজেস’ প্রতিযোগিতায় বেস্ট ভোকাল হিসেবে জয়লাভ করেছিলেন। ‘বড় সংকটে পড়িয়া দয়াল’ এই লালনগীতি এবং শামীমের লেখা ও সাব্বিরের সুর করা ‘এই চাঁদ’ মৌলিক গান গেয়ে তিনি বেস্ট ভোকাল হয়েছিলেন। এরপর ২০০৫ সালে  ক্লোজআপ ওয়ান’ রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার সময় ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গান দিয়ে সারা বাংলার শ্রোতা-দর্শকের মনে আলোড়ন সৃষ্টি করেছিলেন, হয়েছিলেন ষষ্ঠ।

এরপর গানকে ভালোবেসে গানের ভুবনেই থেকে গেলেন তিনি। দেশে-বিদেশে অনেক স্টেজ শোতে অংশ নিয়েছেন তিনি। শ্রোতা-দর্শকের ভালোবাসায় তিনি নিজেকে সিক্ত করেছেন। খুব সাধারন জীবন যাপনে অভ্যস্ত রাশেদ। জীবন নিয়ে নেই কোনো অভিযোগ বা নেই কোনো অপ্রাপ্তিকে ঘিরে হতাশা।

অনেক গান করতে চান না রাশেদ। তবে কিছু ভালো গান করে যেতে চান। এখন যেন এ কারণেই তিনি আরো মৌলিক গানের দিকে ঝুঁকছেন। এরই মধ্যে জীবক বড়ুয়ার লেখা ও রাশেদের সুর ও সংগীতে ‘তোকে চাই’ গানের কাজ শেষ হয়েছে। শিগগিরই মিউজিক ভিডিওর কাজ শেষ করে গানটির প্রচার হবে।

অন্যদিকে, ‘টগর’ সিনেমায় ‘বন্ধু’ শিরোনামেরও একটি গান গেয়েছেন রাশেদ। গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন বেলাল খান। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

পথচলা প্রসঙ্গে রাশেদ বলেন, ‘সংগীতে পথচলার প্রথম দিন থেকেই আমি শ্রোতা-দর্শকের যে ভালোবাসা পেয়ে আসছি তাতেই মুগ্ধ আমি, ধন্য আমি। শ্রোতা-দর্শকের এই ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই আরো বহু বছর। তবে এখন আরো কিছু ভালো ভালো মৌলিক গান করার পরিকল্পনা করেছি। অনেকের সঙ্গেই এই নিয়ে কথা হয়েছে। আশা করছি, চলতি বছর এবং আগামী বছরজুড়ে ভালো কিছু মৌলিক গান শ্রোতা-দর্শককে উপহার দিতে পারব।’

এদিকে, কিছুদিন আগে তিনি ‘তুমি প্রিয়তমা’ শিরোনামের একটি গান গেয়েছেন বেতারের জন্য। গানের কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী। রাশেদের কণ্ঠে সর্বশেষ প্রকাশিত ইসলামিক গান হচ্ছে ‘তোমার সৃষ্টি’। গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল।
 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!