চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন মাইজভান্ডার সড়কে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে দুই বেকারিকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম অভিযান চালিয়ে ‘মাবিয়া বেকারি অ্যান্ড সুইটস’-কে ১ লাখ টাকা এবং ‘নুর বেকারি’-কে ৭৫ হাজার টাকা জরিমানা করেন। জানা যায়, বেকারিগুলোতে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। উৎপাদন স্থল অপরিচ্ছন্ন এবং পণ্যে মান নিয়ন্ত্রণের অভাব রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অর্থদ-ের সিদ্ধান্ত নেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন