পানি শোধনে ব্যবহৃত ক্লোরিন-ভিত্তিক জীবাণুনাশক থেকে উৎপন্ন রাসায়নিক ক্লোরেটের মাত্রা বেশি পাওয়ায় কোকা-কোলার জনপ্রিয় পানীয় অ্যাপলেটাইজার জরুরি ভিত্তিতে যুক্তরাজ্যের বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে এক্সপ্রেস।
প্রভাবিত এই পণ্যটি ছয় ক্যানের মাল্টিপ্যাকে বিক্রি হওয়া ঝলমলে আপেল জুস অ্যাপলেটাইজার। ৩২৮ জিই থেকে ৩৩৮ জিই উৎপাদন কোড এবং ৩০ নভেম্বর বা ৩১ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ তারিখযুক্ত ব্যাচগুলোকে অনিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি ক্যানের নিচে এই কোড মুদ্রিত থাকে।
বড় খুচরা বিক্রেতা সেন্সবারি’স গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, এসব ব্যাচের পানীয় পান না করতে এবং দোকানে ফেরত দিয়ে পুরো অর্থ ফেরত নিতে।
সেন্সবারির ওয়েবসাইটে বলা হয়েছে, “গ্রাহকরা এই পণ্য গ্রহণ করবেন না এবং নিকটতম সেন্সবারি’স শাখায় ফিরিয়ে দিয়ে সম্পূর্ণ অর্থ ফেরত নিন। এই সমস্যায় অন্য কোনো পণ্য প্রভাবিত হয়নি। অ্যাপলেটাইজার এ জন্য দুঃখ প্রকাশ করছে।”
বিশেষজ্ঞরা জানিয়েছেন, খাবারে ক্লোরেট সাধারণত অল্প পরিমাণে থাকে, তবে বেশি মাত্রায় গ্রহণ করলে স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। এটি শরীরে আয়োডিনের শোষণে বাধা দেয়, যা বিশেষ করে শিশুদের জন্য ক্ষতিকর।
এটি যুক্তরাজ্যে অ্যাপলেটাইজার প্রত্যাহারের প্রথম ঘটনা নয়। চলতি বছরের জানুয়ারিতেও কোম্পানি ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সির (এফএসএ) সহযোগিতায় কিছু আমদানি করা মাল্টিপ্যাক এবং সীমিত সংখ্যক কোকা-কোলা ও স্প্রাইট ক্যান বাজার থেকে তুলে নেয়।
খাদ্য মান সংস্থা বিষয়টি নজরে রাখছে এবং স্বাস্থ্যঝুঁকি এড়াতে ক্যান পান করার আগে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। এর আগে গত জানুয়ারিতেও স্বাস্থ্য উদ্বেগ থাকায় কোকাকোলা যুক্তরাজ্য থেকে তাদের কিছু পণ্য ফেরত নিয়ে গিয়েছিল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন