চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের গুলিতে দুই ছেলেসহ এক ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গত সোমবার রাত ১২টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা চাকফিরানী কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইউপি সদস্য রফিক আহমদ (৫০) এবং তার দুই ছেলে মিজবাহ উদ্দিন মিশাল (২৩) ও মো. ফয়সাল (২৬)। রফিক আহমদের ছেলে মিশাল জানান, রাতের দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বাবা ও দুই ভাই গুলিবিদ্ধ হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, রফিকের পা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন