দীর্ঘ দুই দশক ধরে সংস্কারের অভাবে চরম দুর্ভোগে ভুগছেন নেত্রকোনার পূর্বধলার পূর্বধলা রেলওয়ে স্টেশন থেকে জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রাম পর্যন্ত রেললাইনের পাশ ঘেঁষা তিন কিলোমিটার সড়কের বাসিন্দারা। বিকল্প কোনো পথ না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করছেন এলাকাবাসী।
একসময় পিচঢালাই সড়কটি এখন বড় বড় গর্তে পরিণত হয়েছে। বর্ষায় এসব গর্তে পানি জমে চলাচল হয়ে পড়ে দুঃসাধ্য। যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই সড়ক দিয়েই বুধি, বারধার, জুগলী, ভিতরগাঁও, মৌদাম, কান্দাপাড়া ও বাড়হা গ্রামের হাজারো মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ মোড়ল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতিদিন কাজে যেতে হয় এই রাস্তা দিয়ে। বৃষ্টি হলে রাস্তায় হাঁটার উপায় থাকে না—কাদা আর পানিতে ভরে যায়। ছোট ছোট গর্তে পানি জমে থাকে সপ্তাহের পর সপ্তাহ। স্কুলপড়ুয়া শিশু থেকে শুরু করে রোগী বহনকারী রিকশাও চলতে পারে না।’
অটোরিকশাচালক উজ্জ্বল মিয়া বলেন, “বছরের পর বছর ধরে এই দুর্ভোগ চলছে। প্রতিবার ভোটের আগে আশ্বাস দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমরা কি নাগরিক হিসেবে একটু ভালো রাস্তা পাওয়ার অধিকারও রাখি না?”
রাস্তাটির ইতিহাস ঘাঁটলে জানা যায়, ২০০৫ সালে সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলী জনগুরুত্ব বিবেচনায় এই রাস্তাটি পাকা করেছিলেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত বলেন, ‘রাস্তাটি রেললাইনের পাশ দিয়ে নির্মিত হওয়ায় সংস্কারের জন্য রেলওয়ের অনুমতি প্রয়োজন। বারবার আবেদন করলেও রেলওয়ে কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। অনুমতি পেলেই অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে।’
স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন ধরে চলা এই অবহেলা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তারা দ্রুত রেলওয়ের অনুমতির বিষয়টি নিষ্পত্তি করে জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন