সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৩:১১ এএম

গান নিয়ে দুই বন্ধুর স্বপ্নপূরণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৩:১১ এএম

দুই কিংবদন্তি সংগীতশিল্পী খুরশীদ আলম ও লীনু বিল্লাহ।      ছবি- সংগৃহীত

দুই কিংবদন্তি সংগীতশিল্পী খুরশীদ আলম ও লীনু বিল্লাহ। ছবি- সংগৃহীত

কিছু দিন আগেই দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই কিংবদন্তি সংগীতশিল্পী খুরশীদ আলম ও লীনু বিল্লাহর একসঙ্গে অন্ততঃ একটি হলেও দ্বৈত গান করার ইচ্ছার খবর প্রকাশিত হয়। আর সেই সংবাদই চোখে পড়ে কানাডায় বসবাসরত সাবেক সেনা কর্মকর্তা ও গুণী গীতিকার ফারুক আনোয়ারের। তিনি এ প্রজন্মের মেধাবী শিল্পী, সুরকার, সংগীত পরিচালক সম্রাট আহমেদের মাধ্যমে খুরশীদ আলম ও লীনু বিল্লাহর সঙ্গে যোগাযোগ করেন। দুজনের সঙ্গে পরামর্শ করে ‘বন্ধু ও ভাই’ শিরোনামের একটি গান লিখেন। যে গানের কথা খুরশীদ আলম ও লীনু বিল্লাহর ভীষণ ভালো লেগে যায়।

যেহেতু ফারুক আনোয়ার সুদূর কানাডায় বসেই এফএ মিউজিকের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন। তাই ‘এফএ মিউজিক’ এ প্রকাশের জন্যই ফারুক আনোয়ার ‘বন্ধু ও ভাই’ গানটি দুজনকে দিয়ে গাওয়ানোর জন্য সম্রাটকে চূড়ান্ত প্রস্তুতি নিতে বলেন। এরপর সম্রাট আহমেদই গানের সুর ও সংগীত করেন। এরই মধ্যে খুরশীদ আলম ও লীনু বিল্লাহ গানটিতে কণ্ঠ দেওয়ার পর গাজীপুরের কালীগঞ্জে লীনু বিল্লাহরই একটি রিসোর্টে ‘বন্ধু ও ভাই’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ সম্পন্ন হয়েছে। কানাডা থেকে গীতিকার ফারুক আনোয়ার বলেন, ‘আমার পরম সৌভাগ্য, আমাদের সংগীতাঙ্গনের এমন কিংবদন্তি দুজন শিল্পীর জন্য গান রচনা করতে পেরেছি। তারা বন্ধু ও ভাই নিয়ে গীতি কবিতা পছন্দ করেছেন, যেন এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত।

খুরশীদ আলম বলেন, ‘আমি শুরুতেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক অভি মঈনুদ্দীনকে। কারণ তার কাছেই এমনই গল্প করেছিলাম, যদি এমন হতো দুই বন্ধু মিলে একটি গান করা যেত, তাহলে খুব ভালো হতো। অভি তা খবরে রূপান্তর করে ফারুক আনোয়ারের দৃষ্টিতে নিয়ে এলো। হয়ে গেল বন্ধু ও ভাই শিরোনামের গান। সম্রাট চমৎকার সুর সংগীত করেছে। ধন্যবাদ ফারুক আনোয়ার ও সম্রাট আহমেদকে এত বড় একটি কাজ করার জন্য।’

লীনু বিল্লাহ বলেন, ‘গল্পের ছলেও এভাবে একটি গান সত্যি সত্যিই হয়ে যেতে পারে, গানটিই তার প্রমাণ। আমার বিশ^াস বন্ধু ও ভাই গানটি সবার মনে গেঁথে রবে এবং বহুকাল শ্রোতা-দর্শকের মধ্যে বেঁচে থাকবে কালজয়ী গান হিসেবে। এফএ মিউজিকের জন্য অনেক অনেক শুভ কামনা।’

সম্রাট আহমেদ বলেন, ‘এ আমার পরম সৌভাগ্য এবং অনেক বড় অর্জন, আমি দুজন কিংবদন্তি শিল্পীর জন্য গান করতে পেরেছি।’ সম্রাট জানান, শিগগিরই ‘বন্ধু ও ভাই’ গানটি ‘এফএ মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!