ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

তবলায় নির্ভরযোগ্য হয়ে উঠছেন গুঞ্জন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৮:৪৩ এএম
তবলায়

সিলেটের মেট্রোপলিটন বিশ^বিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্র দেবজিৎ সরকার গুঞ্জন। তবে ছোটবেলা থেকেই তার প্রবল ইচ্ছে দেশের নামকরা একজন তবলা শিল্পী হওয়ার। যে কারণে ছোটবেলা থেকেই তবলার সঙ্গেই তার সখ্য। গত এক দশক যাবত গুঞ্জন ঢাকা বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগে তবলা সহযোগী হিসেবে কর্মরত প্রসেন রায়ের কাছে তবলায় তালিম নিচ্ছেন। সিলেটে এসেই প্রসেন রায় গুঞ্জনসহ আরও অনেককেই তবলায় তালিম দিয়ে যান। 

এরইমধ্যে সিলেট ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক ও সংগীত বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জাহেরের সঙ্গে সিলেটেরই একটি অনুষ্ঠানে দেখা হয় গুঞ্জনের। সেই শিক্ষক গুঞ্জনকে ক্যাডেট কলেজে নিয়ে যান। আগামী সেপ্টেম্বরে রংপুর ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হবে আন্তঃক্যাডেট কলেজ সংস্কৃতি প্রতিযোগিতা। সেখানে অংশগ্রহণ করবেন গুঞ্জন। গুঞ্জন বলেন,‘ যদিও আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্সে। কিন্তু আমার স্বপ্ন একটাই, আর সেটা হলো দেশের নামকরা একজন তবলা শিল্পী হওয়া। এর জন্য আমার যতো কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়, সাধনা করতে হয়- আমি করব।