দীর্ঘ ১১ বছর পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখল নেদারল্যান্ডস ক্রিকেট দল। গতকাল সিলেটে পৌঁছেই আজ দুপুরে অনুশীলনে নেমেছে নেদারল্যান্ডস।
গতকাল বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর, তারা সরাসরি সিলেটের উদ্দেশে রওনা হয়।
এদিকে, এই প্রথমবার নিজেদের ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। এর আগে ২০১২ সালে বাংলাদেশ ডাচদের মাটিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল।
নেদারল্যান্ডসের এটি বাংলাদেশে তৃতীয় সফর। প্রথমবার তারা ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে এসেছিল এবং এরপর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। দীর্ঘ এই বিরতির পর এবার তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে।
এই সিরিজ শুরু হবে ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে।
মূলত, ভারত সফর বাতিল হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে একটি শূন্যতা তৈরি হয়েছিল। সেই শূন্যতা পূরণের জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে সাড়া দিয়ে এই সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস।
বাংলাদেশ দল ইতিমধ্যে সিলেটে অনুশীলন শুরু করেছে। ২০ আগস্ট থেকে তারা সেখানে অনুশীলন ক্যাম্প করছে, যার আগে ঢাকাতেও প্রায় ১০ দিন কঠোর অনুশীলন করেছে।
ডাচরা গতকাল সিলেটে পৌঁছানোর পর আজ দুপুর ও আগামীকাল সন্ধ্যায় অনুশীলনের কথা রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ দল আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন করবে এবং শনিবার মূল ম্যাচের জন্য মাঠে নামবে।
এই সিরিজটি শুধু বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার লড়াই নয়, এটি এশিয়া কাপের জন্যও একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।