ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:৪২ এএম
শেরপুর

শেরপুরের নালিতাবাড়ীতে তিন দিন নিখোঁজ থাকার পর সপ্তম শ্রেণির ছাত্রী মাইমুনা আক্তারের (১৩) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় ভালুকাকুড়া গ্রামের একটি ডুবার কচুরিপানার ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়। এর আগে গত শনিবার দুপুর থেকে মাইমুনা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় পরিবার রোববার থানায় সাধারণ ডায়রি করে। মঙ্গলবার বিকেলে ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠায়। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।