ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:৩৮ এএম
মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় হাছি মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টার দিকে দাঁতমারা বাজারসংলগ্ন বালুখালী বাংলোর পেছনে প্রবাসী মোহাম্মদ জাহেদের বাড়ির সামনে সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাছি মিয়া উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা সিকদারখীল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।

দীর্ঘদিন প্রবাসে থাকার পর তিনি দেশে ফিরে ব্যবসা করছিলেন। স্বজনদের ভাষ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে হাছি মিয়া এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান এবং সেখানেই থেকে যান। পরদিন ভোরে ফজরের নামাজ পড়ার কথা বলে বের হয়ে গেলে সকালে তার মরদেহ সড়কে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানান, নিহতের পরিবারের মধ্যে দীর্ঘদিন কলহ চলছিল। স্ত্রীর সঙ্গে দাম্পত্য বিরোধও ছিল। এ কারণে স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।