রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. জামির (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, জামির পাইকারি সবজির ব্যবসা করতেন। তিনি তেজগাঁও মডেল থানার কাজীপাড়ার ১৭ নং গলির মো. মুজিবুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতকে হাসপাতালে নিয়ে আসা কবির হোসেন জানান, গত রাত ৩টার দিকে পাইকারি সবজি কেনার জন্য জামির কারওয়ান বাজারে গিয়েছিলেন। সোনারগাঁও হোটেলের সামনে দাঁড়িয়ে থাকলে তিন থেকে চারজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত এসে জামিরকে বলেন, ‘তোর কাছে যা আছে সব দিয়ে দে’। জামির তা দিতে না চাইলে ওই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে আমরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, ভোরের দিকে রক্তাক্ত জঘম অবস্থায় ওই যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানিয়েছি।