ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন তারকা স্পিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০১:২৩ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেটের দলের তারকা স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা। ছবি- সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি তারকা লেগ-স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনার। অথচ বাছাইপর্বে বাংলাদেশকে বিশ্বকাপের টিকিট এনে দিতে তার অবদান ছিল অনস্বীকার্য।

জানা যায়, বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশ হয়ে সুমনা আবারও অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সুমনার ক্রিকেট ক্যারিয়ার যেন চড়াই-উতরাইয়ে ভরা। ২০১৮ সালে বাংলাদেশ দলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হলেও, এরপর দল থেকে বাদ পড়ে তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ায়।

সেখানে গ্রেড ক্রিকেট থেকে শুরু করে নারী ন্যাশনাল ক্রিকেট লিগেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন।

২০২৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগে শেলটেক ক্রিকেট ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন সুমনা। ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সেরা বোলার হয়েছিলেন। তার এই পারফরম্যান্স তাকে আবারও জাতীয় দলের বিবেচনায় নিয়ে আসে।

এ বছরের এপ্রিলে অনুষ্ঠিত বাছাইপর্বে বাংলাদেশের বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে তার অবদান ছিল অনস্বীকার্য। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনি ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার।

বিশেষ করে থাইল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকারের তার স্পেলটি ছিল অসাধারণ।

বিশ্বকাপের মতো একটি বড় মঞ্চে সুযোগ না পাওয়ায় সুমনার হতাশাটা স্বাভাবিক। একটি গণমাধ্যমকে তিনি বলেন, মন খারাপ তো অবশ্যই হয়েছে। চার বছর পর একটা বিশ্বকাপ আসে, এটা যে কতটা বড় সুযোগ তা বোঝানো মুশকিল।

তবে সিদ্ধান্তের নিয়ন্ত্রণ তার হাতে নেই, এমনটাই তিনি মেনে নিয়েছেন। এই হতাশা নিয়েই তিনি আবার অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে ক্লাব ক্রিকেটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করছেন তিনি।

খেলা ছাড়ার কোনো ইচ্ছা আপাতত তার নেই। তবে খেলার পাশাপাশি কোচ হিসেবেও নিজেকে প্রস্তুত করছেন তিনি। এরই মধ্যে অস্ট্রেলিয়া থেকে লেভেল-২ কোচিং সার্টিফিকেট অর্জন করেছেন সুমনা।

ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, আমি এখনও খেলছি, তাই খেলাটা ছাড়ব কি না বা কোচিংয়ে মন দেব কি না, সেটা এখনই বলা কঠিন। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।