ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্রামে সুনেরাহ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৯:০৮ এএম
বিশ্রামে সুনেরাহ

জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শ্বাসকষ্ট ও শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসকরা জানান, সুনেরাহ বর্তমানে সিভিয়ার অ্যাজমা (গুরুতর অ্যাজমা), উচ্চমাত্রার অ্যালার্জি এবং রক্তে সংক্রমণজনিত সমস্যায় ভুগছেন।

চিকিৎসকের পরামর্শে আপাতত তিনি বাসায় বিশ্রামে রয়েছেন। নিয়মিত ওষুধ এবং ইনহেলারের পাশাপাশি তাকে বিশেষ সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।

শারীরিক অবস্থার কারণে আপাতত শুটিং থেকে বিরতি নিয়েছেন সুনেরাহ। তবে ভক্ত ও শুভাকাক্সক্ষীদের জন্য স্বস্তির খবর হলো, ধীরে ধীরে তিনি সেরে উঠছেন।

এ প্রসঙ্গে সুনেরাহ দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘গুরুতর শ্বাসকষ্ট ও সংক্রমণের কারণে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেছেন, আমি সিভিয়ার অ্যাজমা, উচ্চমাত্রার অ্যালার্জি ও রক্তে সংক্রমণে ভুগছি। এখন বাসায় আছি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

কক্সবাজারের তরুণ সার্ফার মেয়ের চরিত্রে অভিনয় করে প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। তার চোখের ভাষা এবং আন্তরিক অভিনয় দর্শক-সমালোচকের মন জয় করে। সম্প্রতি ‘দাগি’ ও ‘উৎসব’-এও তার অভিনয় প্রশংসিত হয়েছে।