ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

কাজল আরিফের নতুন গান

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৯:৩৮ এএম
কাজল আরিফ

আদি ফোককে নতুন আবহে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ১০০ শিল্পীর ৪০০ গান নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে এটিএন ফোক ক্লাব নামের অন্ষ্ঠুান। 

এরই মধ্যে বেশকিছু গানের রেকর্ডিং সম্পন্ন হযেছে। এতে কণ্ঠ দিয়েছেন দেশের গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পীরা। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে আছেন দেশ বরেণ্য সংগীতজ্ঞ মান্নান মোহাম্মদ। সংগীত আয়োজনে তার সঙ্গে আছেন সানি মোহাম্মদ। সানি মোহাম্মদ মান্নান মোহাম্মদের পুত্র। তিনি লন্ডন থেকে সংগীত শিক্ষা সম্পন্ন করেছেন। 

শিগগিরই এফডিসিতে গানের দৃশ্যায়নের কাজ শুরু হবে। এতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কাজল আরিফ। এর একটি মান্নান মোহাম্মদের কথা ও সুরে ‘তোর পিরিতের বিষে’। অন্যটি, কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো’। গানটি নতুন আঙ্গিকে করা হচ্ছে। 

এ প্রসঙ্গে কাজল আরিফ বলেন, ‘এটিএন ফোক ক্লাবে দুটি গানে ভয়েস দিয়েছি। আমি খুবই খুশি ও আনন্দিত। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক শ্রদ্ধেয় মান্নান মোহম্মদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত। দেশের ফোক গানগুলোকে নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে তুলে ধরতে এটিএন বাংলার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

বলে রাখা ভালো, দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন কাজল আরিফ। ২০১৩ সালে তার প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ বাজারে আসে। এরপর থেকে নিয়মিত গান করছেন তিনি। প্রকাশ করছেন মৌলিক গান ও মিউজিক ভিডিও। শ্রোতামহলেও তার গানগুলো হয়েছে সমাদৃত। এর মধ্যে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাস’ এবং ন্যান্সির সঙ্গে দ্বৈত গান ‘বর্ষাবরণ’ উল্লেখযোগ্য।