ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

আগামীটা রেহানের...

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১২:৪৯ এএম

বাংলাদেশের নাট্যাঙ্গনে নিজের অভিনয় দিয়ে শুরু থেকেই বেশ আলোচনায় আছেন টাঙ্গাইলের সন্তান ফররুখ আহমেদ রেহান। যার অভিনয়ের যাত্রাটা শুরু হয়েছিল ২০২৪ সালের একেবারে শেষ প্রান্তে মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এতে তার বিপরীতে ছিলেন নাজনীন নীহা। ‘যুগল’-এর পরপরই সবার দৃষ্টিতে চলে আসেন রেহান। শুরু হয় তাকে নিয়ে আলোচনা। বেশ কয়েকজন নির্মাতা তাকে নিয়ে কাজ শুরু করেন।

রেহানেরও সুযোগ হয় সময়ের অন্যতম মেধাবী ও সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী থেকে শুরু করে তানজিন তিশা, সাফা কবির, সামিরা খান মাহিদের সঙ্গে নাটকে অভিনয় করার। তাদের সঙ্গে কাজগুলো বেশ আলোচনায় চলে আসে। বিশেষত মেহজাবীন চৌধুরীর সঙ্গে ওয়েব ফিল্ম ‘নীল সুখ’-এ রেহানের অভিনয় রেহানকে নিয়ে আসে আরও আলোচনায়। যে কারণে তার কাজের ব্যস্ততা বেড়ে যায়। তবে রেহান দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ফ্যাশন হাউসেরও নিয়মিত মডেল হিসেবে ফটোশুট নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটান বছরজুড়েই। এ ছাড়া আরও বেশ কিছু ভালো কাজের সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন, যা প্রচারে এলে রেহান চলে যাবেন এক অনন্য উচ্চতায়। 

এদিকে আজ ৫ অক্টোবর রেহানের জন্মদিন। জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। আগামীর কাজ ও জন্মদিন প্রসঙ্গে রেহান বলেন, ‘সত্যি বলতে কী অভিনয়ে আসার আগে আমি ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এ ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে আমি আজীবন সম্পৃক্ত থাকব। কারণ আজ পর্যন্ত রেহান হয়ে উঠার নেপথ্যে তাদের অবদান রয়েছে। দেশের বেশ কিছু প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসের কাজ করেই আমি এতদূর এসেছি। এখন অভিনয়ে ফোকাস দিচ্ছি। যতটা পারছি, নিজেকে ডেভেলপ করছি।

প্রচারিত কাজগুলোর বেশ ভালো সাড়া পেয়েছি। আর সামনে কিছু কাজের ঘোষণা আসবে, সেই কাজগুলো নিয়ে ভীষণ প্রত্যাশা। জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে এটা সত্যি, আমার খুব প্রিয় কিছু মানুষ আছেন মিডিয়ায়, কেন যেন বিশ^াস করি তারা আজকের দিনটিকে একটু বেশিই বিশেষায়িত করে তুলবেন। আমি রেহান একজন মানুষ হিসেবে যেমন আছি, আজীবন যেন এমনই থাকি। কেউ যেন বলতে না পারে রেহান বদলে গেছে।’