ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

নাইম-শাবনাজের জীবনের বিশেষ দিন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১২:৫০ এএম

৪ অক্টোবর ও ৫ অক্টোবর, বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সুখী তারকা দম্পতি নাইম-শাবনাজের জীবনের বিশেষ একটি দিন। ১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে সিনেমায় তাদের অভিষেক হয়। আর ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। সিনেমায় নাইম-শাবনাজের পথচলায় ৩৪ বছর। আর সংসার জীবনে তাদের পথচলা ৩১ বছর। তাদের রয়েছে দুই কন্যাসন্তান, নামিরা ও মাহাদিয়া। দুই সন্তানকে নিয়েই তাদের সুখের পৃথিবী। বহু বছর ধরে নাইম-শাবনাজ কেউই সিনেমায় অভিনয় করছেন না। আর কোনো দিন  অভিনয় করবেন কি না, সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলেননি তারা। যেহেতু আজ তাদের বিবাহবার্ষিকী, তাই দুজনের জন্যই শুভ কামনা।