‘স্বপ্নের বাসর’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘পিতার আসন’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘দাদীমা’র মতো তুমুল হিট সিনেমার নির্মাতা এফ আই মানিক ভালো নেই। অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় এই গুণী নির্মাতা।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি হার্নিয়ায় আক্রান্ত। অবস্থা গুরুতর হলে এক অনুজের (হৃদয় খান বাদশা) সহযোগিতায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভর্তি হন রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে। পরে ওই অনুজ মানিকের পরিবার ও ভাই-বোনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি, সরেজমিনে এমনটাই জানা গেছে।
এ ব্যাপারে হাসাপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, তার অবস্থা খারাপ। দ্রুত অপারেশন করাতে হবে। এখানে টাকার চেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সিদ্ধান্ত। আমরা সেটাই পাচ্ছি না। যে কারণে আমরাও বিপাকে। এমনাবস্থায় এগিয়ে আসেন তার সহকর্মীরা এবং বেশ কয়েকজন চলচ্চিত্র সাংবাদিক।
গত দুই দিন অপেক্ষা করে পরিবারের কারো ইতিবাচক সাড়া না পেয়ে সহকর্মী এবং সাংবাদিকদের প্রচেষ্টায় গতকাল বিকেলে এফ আই মানিকের অপারেশন সম্পন্ন হয়েছে।
এর আগে শুক্রবার রাতে দৈনিক রূপালী বাংলাদেশকে এফ আই মানিক বলেন, অনেক দিন ধরেই আমি প্রচ- অসুস্থ। তবে এবার শরীরটা একটু বেশিই খারাপ করেছে। যে কারণে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং জটিল একটা অপারেশন করতে হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন।
হাসপাতালের বিছানায় থাকলেও চলচ্চিত্রের দূর সময় নিয়ে চিন্তিত এই নির্মাতা৷ তিনি মনে করেন প্রতিটি জেলা ও উপজেলায় আধুনিক সিনেমা হল নির্মিত হলে চলচ্চিত্রের হারানো জৌলুশ এবং হলবিমুখ দর্শক ফের হলমুখি হবেন। তিনি আশাবাদী আবারও ঘুরে দাঁড়াবে ঢাকাই চলচ্চিত্র। সুস্থ হয়ে আবার ফিরতে চান নির্মাণে, হাসপাতালের বিছানা থেকে এমনই আশা ব্যক্ত করেন এফ আই মানিক।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব এফ আই মানিক পরিচালিত সর্বশেষ সিনেমা মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ‘সৌভাগ্য’ মুক্তি পায় ২০২১ সালে। অনেক দিন ধরেই নির্মাণে নেই তিনি।