গাজীপুরের শ্রীপুরে একটি ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরির বিষাক্ত কালো ধোঁয়া ও বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে অবস্থিত ‘শাহ ভূঁইয়া ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি’ পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, এ ফ্যাক্টরি থেকে নির্গত ধোঁয়ায় আশপাশের এলাকার আকাশ-বাতাস ঢেকে যায়, চোখ-মুখ জ্বলে ওঠে মরিচের মতো, আর বিকট শব্দে রাতে ঘুমানো দায় হয়ে পড়ে। ধোঁয়ার তীব্রতা এতটাই যে, দিনের বেলা চারপাশ অন্ধকার হয়ে আসে। একজন ভুক্তভোগী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘কালো ধোঁয়া শুধু নয়, ছোট একটি পাইপ দিয়ে তরল বর্জ্য নির্গত হয় যা আমাদের জমিতে মিশে ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি করছে।’ ফ্যাক্টরিটির আশপাশেই রয়েছে সিংগারদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়। প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থী ওই রাস্তা দিয়ে যাতায়াত করে।
বিদ্যালয়ের পিটিএ কমিটির সহ-সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘আগে দিনের বেলায় ধোঁয়া ছাড়ত, আমি ফেসবুকে প্রতিবাদ জানানোর পর এখন রাতে ধোঁয়া ছাড়ে। বিকট শব্দে ঘুমাতে পারি না, চোখে জ্বালা করে। আমরা দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি চাই।’
ফ্যাক্টরির মালিক শাহ জামাল বলেন, ‘আমরা এখনো পুরোপুরি কার্যক্রম শুরু করিনি, ট্রায়ালে রেখেছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আবেদন করেছি।’
এ বিষয়ে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল বলেন, ‘শাহ ভূঁইয়া ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরিকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। তারা আবেদন করে থাকলে আমরা সরেজমিনে তদন্ত করব। ছাড়পত্র পাওয়ার আগেই কার্যক্রম চালালে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো প্রতিষ্ঠান চালানো অবৈধ। পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করলে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।’
আপনার মতামত লিখুন :