নীলফামারীতে গোয়ালঘরের দরজা ভেঙে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের চারটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। গতকাল শনিবার রাত ২টার পর সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার মনাহার ইসলাম নামের এক ভ্যানচালকের গোয়ালঘর থেকে দুটি ষাঁড়, একটি দেশি গাভি ও একটি অস্ট্রেলিয়ান জাতের গরু চোর নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাতেও গরুগুলোকে গোয়ালঘরে রেখে তালাবদ্ধ করে রাখেন পরিবারের সদস্যরা। গতকাল শনিবার সকালে উঠে গোয়ালঘর থেকে গরু বের করতে যায় মনাহারের মা জাহানারা বেগম। সেখানে গিয়ে দেখেন গোয়ালঘরের দরজা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখতে পায় একটি গরুও নেই। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করলেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভুক্তভোগী মনাহার ইসলাম বলেন, ‘রাত আনুমানিক আড়াইটা থেকে বিকেল ৫টার মধ্যে গরুগুলো চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। কারণ, আমরা রাত ১টা পর্যন্ত জেগেই ছিলাম। চারটি গরুর বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। গরুগুলো ছিল আমার জীবনের সব সঞ্চয়। গরুগুলো চুরি হওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি। আমার আর কোনো সঞ্চয় নেই। সব চোরে নিয়ে গেছে। থানায় অভিযোগ দিয়েছি, দেখি পুলিশ কী করে।’
জানতে চাইলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন