চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের একটি মাঠ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে, গোয়ালপাড়া এলাকার জাকা মোল্লার ইটভাটার পাশে পরিত্যক্ত অবস্থায় মার্কিন তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রের কোনো মালিক শনাক্ত করা সম্ভব হয়নি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘সীমান্তে চোরাচালান ও অস্ত্র-গোলাবারুদের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সজাগ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আমরা সফল হয়েছি।’ তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ প্রক্রিয়া শেষে জীবননগর থানায় হস্তান্তর করা হবে।