ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, আটক ২

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ১২:২৭ এএম

বরগুনা জেলা গোয়েন্দা শাখার পৃথক দুটি অভিযানে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে আমতলী-পুরাকাটা এলাকায় এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক হলে বরগুনা জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক বিকাশ কর্মকার তাকে সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটকৃত মাদক কারবারির নাম সাগর দাস। সে বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কার্ফা এলাকার গোবিন্দ দাসের ছেলে। 

এ ছাড়া, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় মাদক কারবারি সজীবকে হাতেনাতে আটক করে ডিবি উপ-পরিদর্শক বিকাশ কর্মকার। আটক সজীব আঠারোগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলগী এলাকার শাহজাহান প্যাদার ছেলে। 

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. ইকরামুল ইসলাম জানান, বুধবার বরগুনা ডিবির নিয়মিত টহল অভিযানে ৬ লিটার (৮ বোতল) সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা মদের বাজার মূল্য ৫৬ হাজার টাকা। অপর এক অভিযানে আমতলীর শাখারিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। উভয় ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।