নাটোরের বাগাতিপাড়ায় এই প্রথম ‘আলোকিত মানুষ গড়ার স্বপ্নে’ শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। গতকাল রোববার বেলা ১১টার দিকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের বারান্দায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা। ভ্রাম্যমাণ বইমেলাটি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এবং আগামী ৩০ জুলাই বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হবে। ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের ইনচার্জ দেবজ্যতি ম-লের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতা রাণী, নজরুল গভেষক নিশাত শারমিন, বইমেলার ইউনিট ইনচার্জ জতি ম-ল, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।