ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সাইফুলের পাশে ঘাটাইল উপজেলা প্রশাসন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:২৭ এএম

৩০ বছর ধরে লোহার শিকলে বন্দি মানসিক ভারসাম্যহীন যুবক সাইফুলের পাশে দাঁড়িয়েছে ঘাটাইল উপজেলা প্রশাসন। দৈনিক রূপালী বাংলাদেশ-এ সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

ঘাটাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধারিয়াল গ্রামের মৃত বহর আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭) মানসিক ভারসাম্য হারানোর পর প্রায় তিন দশক ধরে শিকলে বন্দি জীবন কাটাচ্ছেন। তার মা রহিমা বেগম ভিক্ষাবৃত্তির মাধ্যমে অসুস্থ ছেলেকে লালনপালন করছেন। স্বামী বহর আলীর মৃত্যুর পর জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি।

গত ১৯ জুলাই দৈনিক রূপালী বাংলাদেশ-এ ‘৩০ বছর ধরে শিকলে বন্দি সাইফুল, ভিক্ষা করে খাওয়াচ্ছেন মা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গতকাল রোববার বেলা ১১টায় ঘাটাইল উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল সাইফুলের বাড়িতে যান এবং পরিবারটির খোঁজখবর নেন।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, ‘সাইফুলের পরিবারকে প্রাথমিকভাবে খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়েছে এবং তাকে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি ঘরও দেওয়া হয়েছে। এখন আমরা ভাবছি, কীভাবে সাইফুলকে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে আরও ভালোভাবে সহায়তা করা যায়।’

স্থানীয়রা বলছেন, এত দিন ধরে অবহেলিত থাকলেও সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগ তাদের আশার আলো দেখিয়েছে। তারা প্রশাসনের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।