ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১০:৫৬ পিএম

জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম¥দ জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এসএমসি সভাপতি  আবদুল গাফফার সুমন। শিশুদের মাঝে জুলাই পুনর্জাগরণ এর তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. বাবুল হক, ঝর্ণা আক্তার, হাবিবা আক্তার, সানজিদা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক  মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন, দেশাত্মবোধক গানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।