ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

নারীর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১১:২৮ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা অভিমুখী কালনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হাওয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাওয়া বেগমের একটি হাত নেই। ট্রেনের ভেতরে ভিক্ষা করেই জীবন চালান। গতকাল সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কালনি এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যান অতিক্রমকালে হাওয়া বেগম ট্রেন থেকে পড়ে গেলে ট্রেনের চাকায় তার দুটি পা কেটে যায়।

এ সময় স্থানীয়রা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, ‘মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’