জাপা নেতা নাসির উদ্দিন পালোয়ান হত্যা মামলায় আলোচিত পলাতক আসামি মিনহাজ শেখকে (২৫) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার বেলা ১১টার দিকে মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিনহাজ শেখ টাঙ্গাইলের গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। তিনি কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন।
কোনাবাড়ী থানার ওসি মো. সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে যৌথ অভিযানে মিনহাজকে গ্রেপ্তার করা হয়। নাসির উদ্দিন হত্যা মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তরে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :