‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে শহরের রাজবাড়ী জিমনেসিয়াম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ মেলার উদ্বোধন করেন।
বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম এ আকমল হোসেন আজাদ, রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মো. আবদুল আউয়াল সরকার, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীসা প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেসিয়াম প্রাঙ্গণে গিয়ে অনুষ্ঠানে মিলিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং পরে জিমনেসিয়াম চত্বরে বৃক্ষরোপণ করেন পার্বত্য উপদেষ্টাসহ অতিথিরা।
আপনার মতামত লিখুন :