রাজশাহীর পুঠিয়ায় নেশার টাকা জোগার করতে ডাব চুরি করার সময় গাছ থেকে পড়ে কাজল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকার সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঝলমলিয়া ডাকবাংলো চত্বরে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত কাজল হোসেন পুঠিয়া পৌরসভার ঝলমলিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। কাজল মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন সময় মানুষের গাছ থেকে নারিকেল ও ডাব চুরি করে তা বিক্রি করতেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। পুলিশের ধারণা, ডাকবাংলোর পাশে একটি নারিকেল গাছে উঠে ডাব চুরির সময় তিনি নিচে পড়ে যান।
বাংলোর কেয়ারটেকার আক্কাস আলী বলেন, ‘ডাকবাংলোর চারপাশ উন্মুক্ত হওয়ায় যেকোনো সময় মানুষ যাতায়াত করে। রাতে আমি ঘুমিয়ে ছিলাম, কিছু বুঝতে পারিনি। ভোর সাড়ে ৫টার দিকে একজন এসে আমাকে ঘুম থেকে তুলে কাজলের মরদেহ দেখায়। এরপর আমি সবাইকে জানাই।’
রাজশাহী পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারকেল গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টির তদন্ত হচ্ছে।