বরগুনার জজ কোর্ট চত্বর থেকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে ওঠানোর সময় হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে সদর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বরগুনা সদর থানা পুলিশের একটি দল। পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান চিহ্নিত করে গতকাল সন্ধ্যা ৬টার দিকে সদর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। জানা যায়, ২০১৮ সালের দায়ের হওয়া পারিবারিক ডিক্রি মোকদ্দমায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় আল আমিনের বিরুদ্ধে। পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে গত রোববার আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় হাত চিকন থাকায় হাতকড়া খুলে পালিয়ে যায়।